শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রম আইন -২০০৬’র সংশোধনী বিল আগামী সংসদ অধিবেশনে পাশ করার দাবিতে সর্বদলীয় গার্মেন্টস শ্রমিক ঐক্যের মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমানে র্গামেন্টস শ্রমিকদের সংঘর্ষ নিরসনে এই আইন বাস্তবায়ন করা প্রয়োজন হয়ে পরেছে।
সর্বদলীয় গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সংগঠনিক সদস্য এম দেলোয়ার হোসেন বলেন, “সরকারের ৪ বছর অতিবাহিত হলেও শ্রম আইন ২০০৬ পাশ করার কোনো উদ্যোগ তারা নিচ্ছেনা।”
মানববন্ধনে জনাব আমিরুল হক আমিন সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতা কামরুল আহসান, বাবুল আকতার, লীমা আহাম্মদ, নুরুল রেজা, মো. রফিক প্রমুখ।
টাইমস ওয়ার্ল্ড২৪.কম/ সাদিয়া/ নিগার/ মা১৮ জনুয়ারি ২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”