((((((((((লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ))))))))))
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
একটা গানের চেয়ে একটা ভালো বই ডাউনলোড করা হাজার গুন উত্তম । কারন গান আপনাকে সাময়িক বিনোদন দিবে আর বই আপনাকে সারা জীবন উপকার করে যাবে , আপনার না করলেও আপনার ছেলে –মেয়ের , ভাই-বোন , বন্ধু-বান্ধব কারো না কারো অবশ্যয় উপকার করবে……
তাই বই ডাউনলোড করে রাখুন , কখন কার কাজে লাগবে বলা ত যায় না…………!
পদার্থবিজ্ঞান প্রশ্ন সৃজনশীল বা তত্ত্বীয় যেমনই হোক না কেন, পদার্থবিজ্ঞানের মৌলিক বিষয়সমূহ সবসময় একই থাকে । এই মৌলিক বিষয়সমূহ সম্পর্কে আপনার পরিস্কার ধারণা থাকলে ,আপনি অবশ্যই যে কোন উদ্দীপকের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নসমূহের উত্তর খুব সুন্দর করে সাজিয়ে লিখে আসতে পারবেন।
এই ই-বুকের সুবিধা সমূহঃ
* প্রশ্ন উত্তর গুলো বিভিন্ন লেখকের বই থেকে যাচাই বাছাই করে সবচেয়ে সহজ পদ্ধতির উত্তরটা দেওয়া হয়েছে
* পদার্থবিজ্ঞানের মৌলিক গুরুত্বপূর্ন বিষয়সমূহ সম্পর্কে খুব সহজ ব্যখ্যা দেওয়া আছে?
* জটিল তত্ব গুলো বুঝার জন্য চিত্র সহকারে উদাহরন দেওয়া আছে
* পদার্থবিজ্ঞানের গুরত্বপূর্ন বিষয়সমূহের প্রয়োজনীয় উদাহরণ ও চিত্রসহ ব্যাখ্যামূলক সমাধান করে দেওয়া হয়েছে ।
* গাণিতিক প্রশ্ন উত্তর গুলো ভেঙ্গে ভেঙ্গে বিস্তারিত ভাবে ও প্রয়োজনীয় সাইডনোট সহকারে করে দেওয়া আছে ।
উপকারিতাঃ
এই ই-বুক গুলো পড়লে আপনাকে আর পদার্থবিজ্ঞানের জন্য কোচিং করতে হবে না …তাই আপনার অনেক সময় বেঁচে যাবে , সেই সময়ে আরো ভালো করে প্রস্তুতি নিতে পারবেন ।
লেকচার শিটের জন্য কারো পিছে ঘুরতে হবে না
বাকী উপকারিতা গুলো বই দুইটা ডাউনলোড করার পর বুঝতে পারবেন …………
পদার্থ বিজ্ঞান ১ম পত্র (Intermediate Physics 1st Paper.zip)
ডাউনলোড লিংকঃ
http://www.mediafire.com/?lycejkexl3kkl16
পদার্থ বিজ্ঞান ২য় পত্র(Intermediate Physics 2nd Paper.zip)
ডাউনলোড লিংকঃ
http://www.mediafire.com/?5yr8g596dg3g5g1
ফাইল গুলো আন জিপ করতে সমস্যা হলে , নিচের সফটওয়্যারটি ডাউনলোড করুন
http://www.mediafire.com/?51anq77129egsjs
পিডিএফ বা ই-বুকের জন্য সবচেয়ে ভালো রিড়ার এর
ডাউনলোড লিংক
http://www.foxitsoftware.com/downloads/latest.php?product=Foxit-Reader
——————————-
বইগুলো ডাউনলোড না করে বা ভালোভাবে না দেখে কোন কমেন্ট করবেন না ।
আর এই বইটি যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যয় আপনার ফেসবুকে শেয়ার করবেন , হয়তো আপনার এই সামান্য একটা লাইক বা শেয়ারে আপনার কোন না কোন বন্ধুর অনেক উপকারে হতে পারে
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে।
অবশ্যই কমেন্ট করবেন।
ধন্যবাদ।
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
যেকোনো সমস্যায় কবিরাজি দাওয়াখানায় ভিজিট করুন
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
নুর-মণি আইটি ওয়াল্ডের সাথে থাকুন
————আল্লাহ্ হাফেজ————
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”