রোববার বিকালে ঢাকা রির্পোটার্স ইউনিটির সম্মেলন কক্ষে গবেষণা ও উন্নয়ন কালেকটিভ এবং অক্সফাম আয়োজনে “বিশ্বমানবাধিকার দিবস ও প্রান্তিক মানুষের মানবাধিকার শীর্ষক” আলোচনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তবে তিনি একথা বলেন।
মিজানুর রহমান বলেন, আমাদের সর্বক্ষেত্রে দুর্নীতি ছেয়ে গেছে। প্রসিকিউসন সর্বদা নিরপেক্ষ নয়। যদি কেউ মনে করে প্রসিকিউসন নিরপেক্ষ তাহলে প্রসিকিউসনে থাকার অধিকার তার নেই। পৃথিবীর নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন দিতে পারে তবে কেন আমাদের নির্বাচন কমিশনকে শক্তিশালী না করে তত্ত্বাবধায়কের জন্য হাহাকার। তত্ত্বাবধায়ক যদি এতো আকাঙখা হয় তাহলে আওয়ামী লীগ ও বিএনপির প্রয়োজন তো দেখি না।
তিনি বলেন ন্যায় বিচারকে দুরে ঠেলে না দিয়ে সুষ্ঠ বিচারের সংস্কৃতির দরকার।শুধু প্রান্তিক জনগোষ্টির অধিকার রক্ষা করাই মানবাধিকার নয় মানবাধিকার হলো সমগ্র জনগনের অদিকার রক্ষার দায়িত্ব পালন করা।
যুদ্ধাপরাধীদের প্রশ্নে বলেন যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে কোনো আপোষ নয় , সমর্থ নয় তাদের কে প্রতিহত করতেই হবে।
সভা প্রধান হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.আকবর আলী খান বলেন আমাদের আশা ছিলো গনতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশ পরিচালিত হবে।গনতন্ত্র ব্যবস্থা কতো গুলো মুল্যবোধের উপর প্রতিষ্টিত যাতে থাকতে হবে একে অপরের উপর আস্তা , বিশ্বাস।অতচ আজ গনতান্ত্রি মূল্যবোধের ক্রমাগত অবনতি লক্ষ্য করা যায়।
তিনি আরো বলেন আমাদের গনতন্ত্র প্রায় দুর্বল হতে চলছে।আজ প্রয়োজন গনতন্ত্রের সঠিক মূল্যবোধ।যতদিন পর্যন্ত ভ’মি সমস্যা সমাধান না হবে তত দিন প্রান্তিক জনগোষ্টির সমস্যা সমাদান হওয়া সম্ভব নয়।
বিশেষ অতিথির বক্তবে আইন কমিশনের চেয়ারম্যান প্রফেসর শাহ আলম বলেন শুধু কাগজে কলমে সকলের অধিকার থাকলেই হবে না এ বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে সরকারের কার্যকর মনোভাব থাকতে হবে। বাস্তবপ্রেক্ষাপটে বর্তমান আইন কমিশন বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছে।আগামী মাসে আইন কমিশন এক কর্মশালার আয়োজন করবে।আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করে যাচ্ছি এব্যাপারে তাদের সহায়তা করতে।
অনুষ্টানে গবেষণা ও উন্নয়ন কালেকটিভের চেয়ারপারসন প্রফেসর মেজবাহ কামালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক রানা দাসগুপ্ত ,আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. প্রণব কুমার বড়ুয়া, কর্মজীবী নারী প্রতিষ্টাতা শিরিন আক্তার, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, বাংলাদেশ চা- শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রামভজন কৈরী, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি উদয় ত্রিপুরা, প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রফেসর ড. মনিরুল ইসলাম।
টাইমস ওয়ার্ল্ড২৪.কম/মুক্তাদির/ক/২৩ ডিসেম্বর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”