**********বিসমিল্লাহির রাহমানির রাহীম**********
((((((((((লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ))))))))))
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
pσst вч єng.kαmrul hαsαn ífαz
ফেইসবুকে আসছে গ্রাফ সার্চ
ফেইসবুক কর্তৃপক্ষ ১০ কোটি ব্যবহারকারীর জন্য সোমবার এবং পরবর্তীতে বাকি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করবে গ্রাফ সার্চ।
গ্রাহকদের জন্য প্রায়ই নিত্যনতুন ফিচার নিয়ে আসে ফেইসবুক। এবার গ্রাহকদের আপলোডকৃত পুরনো ছবি সহজেই খুঁজে বের করার সুযোগ করে দিতে চেষ্টা করছে এই সোশাল জায়ান্ট। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে ফেইসবুকের এ ফিচারটির নাম দেওয়া হয়েছে গ্রাফ সার্চ।
গ্রাফ সার্চের মাধ্যমে শুধু ছবিই নয়, পুরনো পোস্টও খুঁজে বের করতে পারবেন গ্রাহকরা। সোমবারে ফেইসবুক কর্তৃপক্ষ ১০ কোটি ফেইসবুক ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করে দেবে। পরবর্তীতে তা সমগ্র বিশ্বের ফেইসবুকারদের জন্য উন্মুক্ত করা হবে। টেকবোদ্ধারা জানান, ফেইসবুকের প্রাইভেসি পলিসিতে সমস্যা থাকলেও সাইটটির কারিগরি উন্নয়ন প্রশংসনীয়। তবে ফেইসবুকের এ নতুন ফিচারটির ফলে গ্রাহক ডেটা সংগ্রহের প্রক্রিয়া অনেক সহজ হবে বলেও জানিয়েছেন তিনি।
তবে ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেইসবুক ব্যবহারকারীদের পছন্দ এবং অপছন্দের বিষয়টির উপর নির্ভর করবে গ্রাফ সার্চ ফিচারটির ভবিষ্যৎ। এখন পর্যন্ত গ্রাফ সার্চ শুধু পিসি থেকে ব্যবহার করা যাচ্ছে।
((((((((((লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ))))))))))
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
pσst вч єng.kαmrul hαsαn ífαz
ফেইসবুকে আসছে গ্রাফ সার্চ
ফেইসবুক কর্তৃপক্ষ ১০ কোটি ব্যবহারকারীর জন্য সোমবার এবং পরবর্তীতে বাকি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করবে গ্রাফ সার্চ।
গ্রাহকদের জন্য প্রায়ই নিত্যনতুন ফিচার নিয়ে আসে ফেইসবুক। এবার গ্রাহকদের আপলোডকৃত পুরনো ছবি সহজেই খুঁজে বের করার সুযোগ করে দিতে চেষ্টা করছে এই সোশাল জায়ান্ট। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে ফেইসবুকের এ ফিচারটির নাম দেওয়া হয়েছে গ্রাফ সার্চ।
গ্রাফ সার্চের মাধ্যমে শুধু ছবিই নয়, পুরনো পোস্টও খুঁজে বের করতে পারবেন গ্রাহকরা। সোমবারে ফেইসবুক কর্তৃপক্ষ ১০ কোটি ফেইসবুক ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করে দেবে। পরবর্তীতে তা সমগ্র বিশ্বের ফেইসবুকারদের জন্য উন্মুক্ত করা হবে। টেকবোদ্ধারা জানান, ফেইসবুকের প্রাইভেসি পলিসিতে সমস্যা থাকলেও সাইটটির কারিগরি উন্নয়ন প্রশংসনীয়। তবে ফেইসবুকের এ নতুন ফিচারটির ফলে গ্রাহক ডেটা সংগ্রহের প্রক্রিয়া অনেক সহজ হবে বলেও জানিয়েছেন তিনি।
তবে ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেইসবুক ব্যবহারকারীদের পছন্দ এবং অপছন্দের বিষয়টির উপর নির্ভর করবে গ্রাফ সার্চ ফিচারটির ভবিষ্যৎ। এখন পর্যন্ত গ্রাফ সার্চ শুধু পিসি থেকে ব্যবহার করা যাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”