শনিবার সকালে হাইকোর্ট চত্বরে মানবধিকার বাস্তবায়ন সংস্থার ত্রয়োদশ জাতীয় সম্মেলনের স্বাগত বক্তব্যে তিনি এ দাবি করেন।
তিনি আরো বলেন, দেশের অনেক স্থানেও এখন শিশু ধর্ষণ ও নারীদের নির্যাতন করা হচ্ছে। কিন্তু আইন ও সামাজিক কারণে অপরাধীরা অনেক সময় পাড় পেয়ে যায়।
তিনি বলেন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বাংলাদেশের একমাত্র মানবধিকার সংগঠন যে সংগঠন কারো কৃপায় চলে না। নিজেদের উদ্বেগে এ সংগঠনটি পরিচালিত হয়।
সিগমা হুদা দাবি করে বলেন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বর্তমানে জাতীয় পর্যায়ে সক্রিয় আছে। সকল জেলার মানবাধিকার কর্মীদের নিজ নিজ স্থান থেকে দেশের মানবাধিকার উন্নয়নের জন্য কাজ করার আহবান জানান তিনি।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মানবধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা, নির্বাহী পরিচালক আবুল বাসার, সংস্থায় জাতীয় কমিটির সদস্য এডভোকেট ফিরোজ আহমেদ, সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন ও সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
টাইমস ওয়ার্ল্ড ২৪.কম/সিরাজী/রিমন/ক/২২ ডিসেম্বর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”