**********বিসমিল্লাহির রাহমানির রাহীম**********
((((((((((লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ))))))))))
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
pσst вч єng.kαmrul hαsαn ífαz
হালকা-পাতলা ল্যাপটপগুলো ‘আলট্রাবুক’ নামেই পরিচিতি পেয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, এ ধরনের ল্যাপটপ একদিকে যেমন হালকা-পাতলা তেমনি এতে চার্জও থাকে দীর্ঘক্ষণ।
হালকা-পাতলা ল্যাপটপ কিনবেন বলে যাঁরা ভাবছেন, যাঁরা সাধারণ ল্যাপটপের চাইতে একটু বেশি সুবিধা চান তাঁদের জন্যই মূলত এই আলট্রাবুক। দ্রুত কাজ, উন্নত গ্রাফিকস আর হালকা-পাতলা সুদৃশ্য আলট্রাবুক এখন অনেকেরই বিশেষ পছন্দের।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ ও সিনেটের প্রযুক্তি বিশ্লেষকেদের দৃষ্টিতে সেরা আলট্রাবুকের তালিকায় রয়েছে অ্যাপলের ম্যাক বুক এয়ার, আসুস, এইচপি, ডেল, লেনোভো, স্যামসাং ও তোশিবার তৈরি আলট্রাবুক।
অ্যাপলের ম্যাক বুক এয়ার
অনেকেই অ্যাপলপণ্যের খুব ভক্ত। দেশের বাজারেই আপনি অ্যাপলের হালকা-পাতলা ল্যাপটপ হিসেবে ম্যাকবুক এয়ার কিনতে পারবেন। ১৩ ইঞ্চি মাপের ম্যাকবুক এয়ার পাবেন এক লাখ ২৫ হাজার টাকার মধ্যে। কাজের ক্ষেত্রে ম্যাকবুক এয়ার দারুণ উপযোগী। এতে ইনটেলের চতুর্থ প্রজন্মের সিপিইউ ও উন্নত ব্যাটারি সুবিধা রয়েছে।
আসুস ভিভোবুক
আসুসের তৈরি আলট্রাবুকের মধ্যে রয়েছে ভিভোবুক। উন্নত নকশা আর দীর্ঘস্থায়ী এ আলট্রাবুকের দাম পড়বে ৬৫ থেকে ৭০ হাজার টাকার মধ্যে। ইনটেলের কোর আই ৩ প্রসেসর, চার গিগাবাইট র্যাম সুবিধার ১২ ইঞ্চি মাপের এ আলট্রাবুক অনেকের পছন্দের হতে পারে।
এইচপি এনভি
বাজারে সবচেয়ে বেশি চোখে পড়বে এইচপির আলট্রাবুক। এইচপির আলট্রাবুক রয়েছে ইনটেলের কোর আই ৩, কোর আই ৫ বা কোর আই ৭ প্রসেসরনির্ভর বিভিন্ন মডেলে। এইচপি ব্র্যান্ডের এনভি ৬-১০১১টিএক্স মডেলের আলট্রাবুকটিতে চার্জ থাকে প্রায় ১০ ঘণ্টা । এ ছাড়াও রয়েছে উন্নত গ্রাফিকস। উইন্ডোজনির্ভর আলট্রাবুকটির দাম পড়বে ৯৫ হাজার টাকা।
ডেল এক্সপি
ডেলের আলট্রাবুকের মধ্যে রয়েছে ডেল এক্সপি ১৪। ইনটেল কোর আই ৫ ও কোর আই ৭ এ দুটি প্রসেসরে পাওয়া যায় ডেলের এ আলট্রাবুকটি। ১৪ ইঞ্চি মাপের উইন্ডোজনির্ভর আলট্রাবুকটির ওজন ১.৩৫ কেজি। দাম ৯০ হাজার টাকা।
লেনোভো থিংকপ্যাড
বিশ্বের সবেচেয় হালকা-পাতলা আলট্রাবুক বলা হয় লেনোভোর থিংকপ্যাড এক্স ১ কার্বনকে। নোটবুকটি ব্যবসায়ীদের টার্গেট করেই তৈরি করেছে বলে জানিয়েছে লেনোভো। ১০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপসহ এই নোটবুকটি দাগ বা আঁঁচড় প্রতিরোধীও। এর দাম প্রায় এক হাজার ৬৫০ মার্কিন ডলার।
স্যামসাং অ্যাটিভবুক
স্যামসাংয়ের ‘অ্যাটিভ বুক ৯’ ল্যাপটপ নামের হালকা-পাতলা এ ল্যাপটপটিতে রয়েছে ইনটেলের তৃতীয় প্রজন্মের প্রসেসর।আলট্রা হাই রেজুলেশনের ১৩ দশমিক তিন ইঞ্চি মাপের ডিসপ্লের ‘অ্যাটিভ বুক ৯’ ল্যাপটপটিতে রয়েছে ১২ ঘণ্টা চলার উপযোগী ব্যাটারি। দেশের বাজারে ‘অ্যাটিভ বুক ৯’ ল্যাপটপটির দাম এক লাখ ২৭ হাজার ৮৮৮ টাকা।
তোশিবা পোর্টিজি
বিশ্বের সবচেয়ে হালকা ওজনের তোশিবা আলট্রাবুক তোশিবা ব্র্যান্ডের পোর্টিজি জেড৯৩০-২০২৬ মডেলের আলট্রাবুকে রয়েছে কোর আই৭ প্রসেসর, ৬ গিগাবাইট র্যাম, ২৫৬ গিগাবাইট এসএসডি সুবিধা । উইন্ডোজনির্ভর ১৩.৩ ইঞ্চি মাপের আলট্রাবুকটির ওজন ১.১২ কেজি। এতে ৮ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ পাওয়া যায়। এ আলট্রাবুকটির দাম এক লাখ ৭১ হাজার টাকা।
আপনার কাছে কোনটা ভাল লেগেছে কমেন্ট এ জানান
((((((((((লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ))))))))))
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
pσst вч єng.kαmrul hαsαn ífαz
হালকা-পাতলা ল্যাপটপগুলো ‘আলট্রাবুক’ নামেই পরিচিতি পেয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, এ ধরনের ল্যাপটপ একদিকে যেমন হালকা-পাতলা তেমনি এতে চার্জও থাকে দীর্ঘক্ষণ।
হালকা-পাতলা ল্যাপটপ কিনবেন বলে যাঁরা ভাবছেন, যাঁরা সাধারণ ল্যাপটপের চাইতে একটু বেশি সুবিধা চান তাঁদের জন্যই মূলত এই আলট্রাবুক। দ্রুত কাজ, উন্নত গ্রাফিকস আর হালকা-পাতলা সুদৃশ্য আলট্রাবুক এখন অনেকেরই বিশেষ পছন্দের।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ ও সিনেটের প্রযুক্তি বিশ্লেষকেদের দৃষ্টিতে সেরা আলট্রাবুকের তালিকায় রয়েছে অ্যাপলের ম্যাক বুক এয়ার, আসুস, এইচপি, ডেল, লেনোভো, স্যামসাং ও তোশিবার তৈরি আলট্রাবুক।
অ্যাপলের ম্যাক বুক এয়ার
অনেকেই অ্যাপলপণ্যের খুব ভক্ত। দেশের বাজারেই আপনি অ্যাপলের হালকা-পাতলা ল্যাপটপ হিসেবে ম্যাকবুক এয়ার কিনতে পারবেন। ১৩ ইঞ্চি মাপের ম্যাকবুক এয়ার পাবেন এক লাখ ২৫ হাজার টাকার মধ্যে। কাজের ক্ষেত্রে ম্যাকবুক এয়ার দারুণ উপযোগী। এতে ইনটেলের চতুর্থ প্রজন্মের সিপিইউ ও উন্নত ব্যাটারি সুবিধা রয়েছে।
আসুস ভিভোবুক
আসুসের তৈরি আলট্রাবুকের মধ্যে রয়েছে ভিভোবুক। উন্নত নকশা আর দীর্ঘস্থায়ী এ আলট্রাবুকের দাম পড়বে ৬৫ থেকে ৭০ হাজার টাকার মধ্যে। ইনটেলের কোর আই ৩ প্রসেসর, চার গিগাবাইট র্যাম সুবিধার ১২ ইঞ্চি মাপের এ আলট্রাবুক অনেকের পছন্দের হতে পারে।
এইচপি এনভি
বাজারে সবচেয়ে বেশি চোখে পড়বে এইচপির আলট্রাবুক। এইচপির আলট্রাবুক রয়েছে ইনটেলের কোর আই ৩, কোর আই ৫ বা কোর আই ৭ প্রসেসরনির্ভর বিভিন্ন মডেলে। এইচপি ব্র্যান্ডের এনভি ৬-১০১১টিএক্স মডেলের আলট্রাবুকটিতে চার্জ থাকে প্রায় ১০ ঘণ্টা । এ ছাড়াও রয়েছে উন্নত গ্রাফিকস। উইন্ডোজনির্ভর আলট্রাবুকটির দাম পড়বে ৯৫ হাজার টাকা।
ডেল এক্সপি
ডেলের আলট্রাবুকের মধ্যে রয়েছে ডেল এক্সপি ১৪। ইনটেল কোর আই ৫ ও কোর আই ৭ এ দুটি প্রসেসরে পাওয়া যায় ডেলের এ আলট্রাবুকটি। ১৪ ইঞ্চি মাপের উইন্ডোজনির্ভর আলট্রাবুকটির ওজন ১.৩৫ কেজি। দাম ৯০ হাজার টাকা।
লেনোভো থিংকপ্যাড
বিশ্বের সবেচেয় হালকা-পাতলা আলট্রাবুক বলা হয় লেনোভোর থিংকপ্যাড এক্স ১ কার্বনকে। নোটবুকটি ব্যবসায়ীদের টার্গেট করেই তৈরি করেছে বলে জানিয়েছে লেনোভো। ১০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপসহ এই নোটবুকটি দাগ বা আঁঁচড় প্রতিরোধীও। এর দাম প্রায় এক হাজার ৬৫০ মার্কিন ডলার।
স্যামসাং অ্যাটিভবুক
স্যামসাংয়ের ‘অ্যাটিভ বুক ৯’ ল্যাপটপ নামের হালকা-পাতলা এ ল্যাপটপটিতে রয়েছে ইনটেলের তৃতীয় প্রজন্মের প্রসেসর।আলট্রা হাই রেজুলেশনের ১৩ দশমিক তিন ইঞ্চি মাপের ডিসপ্লের ‘অ্যাটিভ বুক ৯’ ল্যাপটপটিতে রয়েছে ১২ ঘণ্টা চলার উপযোগী ব্যাটারি। দেশের বাজারে ‘অ্যাটিভ বুক ৯’ ল্যাপটপটির দাম এক লাখ ২৭ হাজার ৮৮৮ টাকা।
তোশিবা পোর্টিজি
বিশ্বের সবচেয়ে হালকা ওজনের তোশিবা আলট্রাবুক তোশিবা ব্র্যান্ডের পোর্টিজি জেড৯৩০-২০২৬ মডেলের আলট্রাবুকে রয়েছে কোর আই৭ প্রসেসর, ৬ গিগাবাইট র্যাম, ২৫৬ গিগাবাইট এসএসডি সুবিধা । উইন্ডোজনির্ভর ১৩.৩ ইঞ্চি মাপের আলট্রাবুকটির ওজন ১.১২ কেজি। এতে ৮ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ পাওয়া যায়। এ আলট্রাবুকটির দাম এক লাখ ৭১ হাজার টাকা।
আপনার কাছে কোনটা ভাল লেগেছে কমেন্ট এ জানান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”