**********বিসমিল্লাহির রাহমানির রাহীম**********
((((((((((লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ))))))))))
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
pσst вч єng.kαmrul hαsαn ífαz
যারা শুধুমাত্র স্টার্ট মেনুর জন্য Windows 8 ব্যাবহার করতে চান না
তাদের জন্য আমার এই পোস্ট। Windows 8 এর অন্যতম পরিবর্তন গুলোর একটি হচ্ছে
স্টার্ট মেনু। কিন্তু আমরা অনেকেই নতুন এই ফিচারটিতে অভ্যস্থ নই বিধায়
Windows 8 ব্যাবহার করতে চাইনা। আমার এই পোস্ট এ আমি দেখাব কি করে Windows 7
এর মত স্টার্ট মেনু Windows 8 এ ব্যাবহার করা যায়। আপনি দুইভাবেই
স্টার্ট মেনু ব্যাবহার করতে পারবেন। বেশি কথা না বলে আসুন দেখি কি করে
Windows 8 এর স্টার্ট মেনু Windows 7 এর মত করবেন।
প্রথমে নিচের লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করে নিন।
http://www.mediafire.com/download.php?18xr5eqqccra2t7
ডাউনলোড শেষে। ফাইলটি Unzip করুন। ফাইলটির মূল্য ৫ ডলার, ভাববেননা ক্রাক সহ দিচ্ছি।
Unzip করার পূর্বে আপনি আপনার এন্টিভাইরাসটি ডিসেবল করে নিবেন, Unrar করার পর দুইটি ফাইল পাবেন একটি ক্রাক ও আর একটি ইন্সটলেসন ফাইল।
১. প্রথমে Start 8-setup টি ইন্সটল করুন।
২. তারপর আপনি ইন্টারনেটে কানেক্ট করুন এরপর নিচের ছবির মত কাজ করুন।
৩. এরপর একটি উইন্ডো ওপেন হবে, ক্লোজ করুন।
৪. এবার stardock.start8-patch.painter ফাইলটি নিচের ডিরেক্টরিতে কপি করুন।
C:\Program Files\Stardock\Start8
৫. এরপর টাস্ক ম্যানেজার ওপেন করুন Ctrl+Alt+Delete চেপে। টাস্ক
ম্যানেজার এ More Details এ ক্লিক করুন, তারপর নিচের পদ্ধতি অনুসরন করুন।
Start8 এ রাইট ক্লিক করুন।
তারপর Stop এ ক্লিক করুন।
আপনি যদি Start8 এর সার্ভিস গুলো স্টপ না করেন তাহলে ক্রাক কাজ করবেনা।
এখন C:\Program Files\Stardock\Start8 এ যান,
stardock.start8-patch.painter.exe রান করুন Run as administrator এ। তারপর
Patch এ ক্লিক করুন এরপর দেখবেন Patch Done. এখন আবার টাস্ক ম্যানেজার এ
গিয়ে Start8 এর সার্ভিস গুলো Start করে নিন।
এখন এনজয় করুন Windows 8 এর স্টার্ট মেনু Windows 7 এর মত করে।
বি. দ্র. একটা ইংরেজি ব্লগ থেকে খুজে সফটওয়্যারটার ক্রাক পেয়েছি।
যদি আমার লেখায় কোন ভুল থেকে থাকে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”