((((((((((লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ))))))))))
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
pσst вч єng.kαmrul hαsαn ífαz
আসসালামু আলাইকুম, প্রতিটি মুসলিম বাবা মা-ই তার সন্তানকে ছোটবেলা থেকেই আরবী শিখাতে চান। তাই সন্তানকে আরবী ভাষায় দক্ষ করে তোলার
জন্য আপনাকে গৃহ শিক্ষকের শরণাপন্ন
হতে হয়।
আর গৃহ শিক্ষক পাওয়া ও অনেক জামেলার। এবার আপনি-ই আপনার সন্তানের শিক্ষকের(আরবী) দায়িত্ব পালন করতে পারবেন। আর
যদি আপনি সময় না ও
পান, আপনার সন্তানকে একবার দেখিয়ে দিলে সে
নিজে থেকেই শিখে নিতে পারবে। যদি আপনি আপনাদের ছেলেমেয়েদের আরবী
শিখাতে চান অথবা নিজেই শিখতে চান তাহলে আপনার কম্পিউটারের মাধ্যমেই খুব সহজেই শিখে নিতে পারেন
আরবী ভাষা। আরবী বর্ণমালা শেখার ছোট্ট একটি ফ্লাশ ফাইল ।
আকারে খুবই ছোট মাত্র ৫১৭ কেবি সাইজ। বর্ণমালাতে ক্লিক করলে উচ্চারন বলে দেয়, আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের ও খুব ভালো লাগবে আমার বিশ্বাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”