**********বিসমিল্লাহির রাহমানির রাহীম**********
((((((((((লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ))))))))))
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
pσst вч єng.kαmrul hαsαn ífαz
আমাদের মাঝে মধ্যেই মোবাইল এ কিছু পারসোনাল জিনিস হিডেন করার প্রয়োজন
পড়ে।অনেকে এর জন্য হয়ত বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করেন বা অনেক গুলো
ফোল্ডার তৈরি করে তার মাঝে লুকিয়ে রাখেন.আজকে আমি ফাইল হিডেন করার কয়েকটি ট্রিক শিখাব।তবে কোন সফটওয়্যার
ব্যাবহার করে নয়।অনেকেই হয়ত এগুলো আগে থেকেই জানেন।তারপর ও আমার কাছে
ভালো লেগেছে জন্য শেয়ার করলাম।
১. প্রথমে একটি নতুন ফোল্ডার তৈরি করুন বা আগে থেকে থাকা কোন ফোল্ডার রিনেম করে তার শেষে .jad যোগ করুন।ঐ ফোল্ডার এ যে ফাইল গুলো হাইড করতে চান সেগুলো মুভ করুন।এরপর ঐ নামেই আরেকটি ফোল্ডার খুলে তার শেষে এক্সটেনশন দিন .jar।কাজ শেষ, যেই ফোল্ডার টির নামের শেষে .jad ছিল ঐ ফোল্ডার টি হিডেন হয়ে গেছে।আর থেকে যাবে .jar এক্সটেনশন এর ফোল্ডার টি । এখন ফাইল গুলো ফেরত পেতে চাইলে .jar এক্সটেনশন এর ফোল্ডার টি রিনেম বা ডিলিট করে দিন । আপনার ফাইল গুলো ফেরত পেয়ে যাবেন ।
Example: মনে করি আপনি Image ফোল্ডার টি হাইড করতে চান ।
তাহলে প্রথমে Image.jad ।
এবং Image.jar দুটি ফোল্ডার তৈরি করবেন । তাহলে Image.jad ফোল্ডার টি হিডেন হয়ে যাবে।
২. কোন ফোল্ডার এর নামের শেষে .nth যোগ করুন । ফোল্ডার টির আইকন থিম এর মত দেখতে হয়ে যাবে । থিম ভেবে আর কেউ তা সাধারনত ওপেন করবে না ।
৩. কোন ফোল্ডার এর নামের শেষে .otb যোগ করুন । ফোল্ডার টি আর কোন আইকন ই শো করবে না।
এই ছিল আজকের পোস্ট । ট্রিক গুলো নোকিয়ার জাভা সাপোর্টেড মোবাইল গুলোতে কাজ করবে । আশা করি ভালো লেগেছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”