((((((((((লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ))))))))))
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
আসসালামু আলাইকুম,
সবাইকে আমার শুভেচ্ছা রইলো। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজ Samsung Galaxy S IV নিয়ে একটি পোস্ট লিখছি। আশা করি সকলের ভাল লাগবে। ইনশাল্লাহ।।
গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন ‘এস ৪’ বাজারে আনছে স্যামসাং। ১৪ মার্চ নিউইয়র্কের একটি অনুষ্ঠানে এ স্মার্টফোনটি আনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। স্মার্টফোনটিতে আইট্র্যাকিং এবং জেশ্চার কন্ট্রোল বা অঙ্গভঙ্গি শনাক্ত করার প্রযুক্তি রয়েছে।
চলতি বছরের এপ্রিল মাসের শেষ নাগাদ স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর ‘গ্যালাক্সি এস ৪’ হচ্ছে বাজারের জনপ্রিয় ‘গ্যালাক্সি এস ৩’ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ।
স্মার্টফোনটিতে আই স্ক্রল ও ফ্লোটিং টাচ সুবিধা থাকায় চোখের ইশারা ও হাত নেড়ে নানা কাজ করা সম্ভব হবে।স্মার্টফোনটিতে আইট্র্যাকিং এবং জেশ্চার কন্ট্রোল বা অঙ্গভঙ্গি শনাক্ত করার প্রযুক্তি রয়েছে। আনুমানিক ৬০০ ডলার ছাড়া, অবশ্য এর নির্দিষ্ট দাম বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং কর্তৃপক্ষ।
গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটির নতুন ১০ ফিচার
৪.৯৯ ইঞ্চি মাপের গ্যালাক্সি ৪ স্মার্টফোনে নতুন দশটি ফিচার হচ্ছে->> স্মার্ট স্ক্রল বা আইস্ক্রল
>> এয়ার জেশ্চার
>> গ্রুপ প্লে
>> এস-ভয়েস ড্রাইভ
>> এস-হেলথ
>> টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর
>> ডুয়াল ক্যামেরা
>> সাউন্ড অ্যান্ড শট
>> ড্রামা শট
>> এস-ট্রান্সলেট
নতুন ১০ ফিচারের বিস্তারিত কার্যক্রম
- স্মার্ট স্ক্রল বা আইস্ক্রল: আইস্ক্রল ফিচারটি ব্যবহার করে চোখের সাহায্যে স্মার্টফোনটিতে স্ক্রলিং করা যাবে।
- এয়ার জেশ্চার: এয়ার জেশ্চার বা বাতাসে হাতের ইশারায় অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারবে গ্যালাক্সি সিরিজের নতুন এ স্মার্টফোনটি।
- গ্রুপ প্লে: গ্রুপ প্লে ফিচারটির সাহায্যে কোনো অডিও বা ভিডিও স্থানান্তরের সময় সেটি চালিয়ে দেখা যাবে।
- এস-ভয়েস ড্রাইভ: গাড়ি চালানোর সময় কথা বা কণ্ঠস্বরের মাধ্যমে স্মার্টফোন নিয়ন্ত্রণ করবে এস-ভয়েসের নতুন ইন্টারফেস।
- এস-হেলথ: রক্তে গ্লুকোজ, রক্তচাপ, ওজনসহ নানা তথ্য সংরক্ষণের জন্য গ্যালাক্সি এস ফোরে থাকছে বিল্ট ইন এস-হেলথ অ্যাপ।
- টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর: আবহাওয়ার তথ্য রিয়েল টাইমে জানার জন্য স্মার্টফোনটিতে থাকছে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর।
- ডুয়াল ক্যামেরা: স্মার্টফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে থাকছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা যাতে ভিডিও কল করার সময়ও গ্রুপ ছবি তোলা যাবে।
- সাউন্ড অ্যান্ড শট: সাউন্ড অ্যান্ড শট ফিচারটির সাহায্যে ছবি তোলার সময় ৯ সেকেন্ডের অডিও ধারণ করা যাবে।
- ড্রামা শট: স্মার্টফোনটিতে ড্রামা বা নাটকের শট নেওয়ার জন্য বিশেষ ফিচার থাকবে।
- এস-ট্রান্সলেট: কণ্ঠস্বর ও টেক্সট অনুবাদ করা, মেইল ও বার্তা পাঠানোর জন্য বিশেষ অ্যাপ্লিকেশনও থাকছে গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনটিতে।
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
অ্যান্ড্রয়েডনির্ভর দ্রুতগতির প্রসেসর স্মার্টফোন
অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর ‘গ্যালাক্সি এস ৪’ হচ্ছে বাজারের জনপ্রিয় ‘গ্যালাক্সি এস ৩’ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ। ২০১২ সালে বাজারে আসা ‘গ্যালাক্সি এস ৩’ স্মার্টফোনটি ৪ কোটি ইউনিটের বেশি বিক্রি হয়েছে।
স্যামসাং কর্তৃপক্ষ জানায়, ১৫৫ টি দেশের ৩২৭ টি মোবাইল অপারেটর ‘গ্যালাক্সি এস ৪’ স্মার্টফোনটি বিক্রি করবে। সাদা ও কালো এ দুটি রঙে বাজারে আসবে আট কোর প্রসেসরের এ স্মার্টফোনটি। ৪.৯৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে ২ গিগাবাইট র্যাম রয়েছে। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং হাই ডেফিনেশন বা এইচডি মানের ভিডিও দেখার সুবিধা।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, স্মার্টফোনের বাজারে অ্যাপল, নকিয়া, এইচটিসি, সনির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে স্যামসাংয়ের নতুন ‘টেক্কা’ হতে যাচ্ছে ‘গ্যালাক্সি এস ৪’ স্মার্টফোনটি।
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
নিচে Samsung Galaxy S IV বিভিন্ন MOdel এর কিছু টুকটাক ছবি দেওয়া হল। আমি আপনাদের সুবিধার জন্য ছবির রেজুলেশন কমিয়ে ফেলেছি। আশা করি সবগুলো ছবি তাড়াতাড়িই দেখতে পারবেন।
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
Samsung Galaxy S IV এর নতুন দশ চোখ ধাঁধানো ফিচারের ভিডিও দেখতে পারবেন এই ঠিকানায়- http://goo.gl/o6fS4
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে।
অবশ্যই কমেন্ট করবেন।
ধন্যবাদ।
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
যেকোনো সমস্যায় কবিরাজি দাওয়াখানায় ভিজিট করুন
https://www.facebook.com/pages/NUR-MONY-IT-WORLD/165422906851852
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
সাথে থাকুন
————আল্লাহ্ হাফেজ————
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”