((((((((((লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ))))))))))
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
My Computer বলে একটা অপশন পাবেন সেটাতে Right ক্লীক করুন । এরপর আরও অপশন পাবেন সেখান থেকে Manage এ ক্লীক করুন । এরপর DISK MANAGEMENT সিলেক্ট করুন । এরপর যে ড্রাইভ টা আপনি হাইড করতে চান সেটাতে Right ক্লিক করুন । এরপর Change Drive Letter and Paths সিলেক্ট করুন । আমি E DRIVE টা হাইড করতে চায় তাই আমি E Drive টা সিলেক্ট করেছি । এরপর রিমুভ এ ক্লিক করুন । সবশেষে নিচের ছবির মত একটা উইন্ডো খুললে Yes এ ক্লিক করুন । এরপর My Computer খুলে দেখুন তো Drive টা হাইড হয়ে গেছে তাই না ! এরপর আপনি যদি ড্রাইভটা কে আবার ফিরে পেতে চান তখন কি করবেন ? নো টেনসন আমি আছি না ! যেভাবে DISK MANAGEMENT খুললেন সেভাবেই খুলুন এরপর যে ড্রাইভটা কে হাইড করেছিলেন সেটাতে Right ক্লিক করুন আর Change Drive Letter and Paths সিলেক্ট করুন । এরপর ADD এ ক্লীক করুন । এরপর OK তে ক্লীক করুন । ব্যাস এবার দেখুন তো ড্রাইভটা আবার ফিরে চলে এসেছে তাই না !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”