**********বিসমিল্লাহির রাহমানির রাহীম**********
((((((((((লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ))))))))))
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
আপনার ল্যাপটপ কম্পিউটার নিয়ে।যতদূর মনেহয় আপনার মাথা ইদানিং খুব গরম
হয়ে যাচ্ছে কারণ আপনার ল্যাপটপও গরম হচ্ছে মাত্রাতিরিক্ত হারে।ল্যপটপ যদি
অতিাত্রায় গরম হয় তাহলে কী হতে পারে সমস্যা?আপনার ল্যাপটপের ইন্টারনাল
পার্টসের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে।সূক্ষ সূক্ষ এইসব পার্টস যদি নষ্ট
হয় তাহলে ফলাফল কী হতে পারে তা আপনি খুব ভাল করেই জানেন।আমি আজ ল্যাপটপের
এই মাত্রাতিরিক্ত উত্তাপজনিত সমস্যার কিছু সমাধান নিয়ে আলোচনা করব।
আপনি
যখন ল্যাপটপে কাজ করেন তখন একটু খেয়াল রাখবেন যেন কাজের পরিবেশ ধুলাবালি
মুক্ত হয়।কারণ এই ধুলাবালি আপনার ল্যাপটপের কুলিং ভেন্টে প্রবেশ করে এবং
বিভিন্ন যন্ত্রপাতির সার্কিটে পর্যন্ত প্রবেশ করতে পারে।তখন পারস্পরিক
কার্যপ্রক্রিয়ায় ঝামেলা তৈরী হয়।ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে ওঠে এবং এই
পরিস্থিতিতে কুলিং ফ্যানের উপর বাড়তি চাপের সৃষ্টি হয়।এই সমস্যার সমাধান
হিসাবে
আপনি কম্প্রেসড এয়ার বটল কিনতে পারেন।
যদিও এই প্রোডাক্ট সহজলভ্য নয়।এবং কিছুটা খরচবহুল ও বটে।তাই একটু যত্নবান
হোন আজই।কোনরকম ধুলাবালি যেন আপার ল্যাপটপে প্রবেশ না করে সেই বিষয়ে সতর্ক
থাকুন।
ল্যাপটপ চার্জে বসিয়ে যখন কাজ করা হয় তখন অনেকেই আমরা পাওয়ার
সেটিংস মুড হাই পারফরমেন্সে সেট করি।এই সেটিংস আপনার ল্যাপটপের অধিকাংশ
পাওয়ার হজম করে ফেলে।আর এই কারনে আপনার ল্যাপটপের প্রসেসর অতিরিক্ত
গতিসম্পন্ন হয়ে পড়ে যার দরুন ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে ওঠে।সহজ সমাধান
হিসাবে আপনি আপনার ল্যাপটপকে ব্যালান্সড মুড অথবা পাওয়ার সেভার মুডে চালু
রাখুন।
বালিশ
অথবা কাথা বা নরম কোনকিছুর উপর ল্যাপটপ রেখে কাজ করা থেকে বিরত থাকুন।কারণ
ল্যাপটপের ভেন্টগুলো বন্ধ হয় পড়লে গরম বাইরে বের হয়না উপরন্তু গরমটা আবার
ভেতরেই প্রবেশ করে।শক্ত কোন কিছুর উপর ল্যাপটপ রেখে কাজ করাটাই
উত্তম।তাছাড়া বালিশ,কাথা বা কম্বলের উপর ল্যাপটপ রাখলে উত্তাপজনিত কারণে
আগুন লাগতে পারে।
অনেক সময় আমরা ল্যাপটপে কাজ করতে করতে উঠে চলে
যাই।এবং ঐ মুহূর্তে আমরা স্ট্যান্ডবাই মুডে ল্যাপটপ চালু রাখি।এইটা না
করাটাই উত্তম।হাইবারনেট অপশন চালু রাখাটও আসলে ঠিক নয়।এসব মুড কোন না
কোনভাবে ল্যাপটপের রাম(ram)কে একটু হলেও ব্যাস্ত রাখে।দরকার না পড়লে
ল্যাপটপের পাওয়ার অফ রাখা সব থেকে ভাল।।কারণ আপনি আপনার ল্যাপটপের উপর যত
চাপ কম দিবেন ততই অতি উত্তাপজনিত সমস্যা কম হবে।
ল্যাপটপ ঠান্ডা রাখার জন্য একধরনের প্যাড পাওয়া যায় যার নাম কুলিং প্যাড।
এই প্যাডের উপর রেখে ল্যাপটপ চালানো অনেক ভাল।যারা দীর্ঘসময় ল্যাপটপ
চালিয়ে থাকেন তারা এই প্যাড ব্যবহার করলে অনেক বেশী ভাল ফলাফল পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”