banner

SLIDE BAR

Image Slider By nurmonyitworld.net.ms NUR-MONY IT WORLD ENG.KAMRUL HASAN IFAZ. ''প্রযুক্তিকে ভালবাসুন।প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”

হেডলাইন

WELCOME TO OUR BLOG SITE.IF U LIKE OUR BLOG PLEASE SHEAR UR FRIENDS.Email us to inform about our wrong information. to inform about product price and specification, to inform about new product in the market, to inform that what you want to know?THANKS VISIT OUR BLOGSITE

২৭ ফেব্রুয়ারী, ২০১৩

পিসির বুট প্রব্লেম সোল্ভ করি আমরা নিজেরাই ..................

                 **********বিসমিল্লাহির রাহমানির রাহীম**********
              ((((((((((লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ))))))))))
                 শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


আজ আমি আপনাদের জন্য Boot Problem সোল্ভ করার একটা উপায় নিয়ে এসেছি । তো চলুন দেরী না করে দেখে নি কিভাবে আমরা Boot Problem সোল্ভ করবো ।
যা যা লাগবে
a) একটা cd/dvd drive
b)একটা Blank cd/dvd
প্রথমে cd/dvd drive এ cd/dvd টা ঢুকান ।
এরপর Start এ ক্লিক করে ( Windows 7 এর জন্য ) Sys লিখুন । 

এরপর Create System Repair Disk বলে একটা অপশন পাবেন সেটাতে ক্লিক করুন ।
এরপর আরও একটা Window পাবেন  সেখানে Create Disc এ ক্লীক করুন । 

ব্যাস এবার আপনার System Repair Disk তৈরি হয়ে যাবে । 

সবশেষে CD/DVD টাকে বের করে নিয়ে System Repair Disk lebel দিয়ে যত্ন করে রেখে দিন ।
এরপর ধরুন যেদিন Boot Problem হবে যেমন যদি লেখে boot.exe not found বা অন্য কিছু তখন আপনি আপনার cd/dvd drive এ cd/dvd টা ঢুকান ।
এরপর পিসি রিস্টার্ট দিন , আর keyboard এর f12 button টা চাপুন । এরপর একটা নতুন স্ক্রীন পাবেন । সেখান থেকে ATAPI CD টা সিলেক্ট করুন ।
 
এরপর দেখবেন আর একটা ছবি পাবেন , দেখবেন লিখবে press any key to boot from cd or dvd.
আপনি যে কোন একটা key চাপুন । 

এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন microsoft windows লেখা দেখা যাবে । 
এরপর Windows is load files দেখতে পাবেন , কিছুক্ষণ অপেক্ষা করুন ।
 
এরপর system recovery options থেকে next এ ক্লিক করে যাবেন । 

এরপর আপনি startup repair সিলেক্ট করুন । এরপর দেখবেন STARTUP REPAIR চালু হয়ে যাবে । 


আর কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে REPAIR COMPLETE হয়ে যাবে ।
এরপর পিসি automatically রিস্টার্ট হবে । ব্যাস দেখবেন পিসি ঠিক হয়ে গেছে ।
যদি পিসি ঠিক না হয় তাহলে আবার একই ভাবে গিয়ে STARTUP REPAIR এর নীচে থাকা অপশন SYSTEM RESTORE অপশন এ ক্লীক করবেন আর RESTORE করবেন । তবে বেশির ভাগ সময় STARTUP REPAIR করলে পিসি ঠিক হয়ে যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”

join fb

Join Me On Facebook
^ Back to Top