আসসালামু আলাইকুম। সকলকে আমার আন্তরিক সালাম এবং ধন্যবাদ জানিয়ে আজকে একটি
মজার এবং অনেক জরুরি একটি পোস্ট শেয়ার করলাম। আশা করি ভাল লাগবে।
Youtube থেকে ভিডিও দেখার শখ কার নাই বলেন? কিন্ত সমস্যা একটাই নেট স্পীড
কম থাকার কারনে আমাদের এই শখ সপ্নেই থেকে যায়। ঠিক মত Video Streming হয় না
নেট স্পীড কম থাকার কারনে। এই কম নেট স্পীডে যদি কোন সমস্যা ছাড়া ভিডিও
দেখতে পারেন তাহলে কেমন হবে বলেন তো? হাঁ এই কাজ টি সম্ভব!
আসুন দেখে নেই কিভাবে ইউটিউব থেকে ২০-২৫ কেবি স্পীডে কোন সমস্যা ছারাই
সরাসরি ভিডিও দেখা যায় দেখে নেই। নিচে আপনাদের সুবিধার জন্য পুরো বিষয়টি
চিত্রসহ তুলে ধরা হল।
প্রথমে আপনার যা দরকার হবেঃ
Net Connection ( Speed 15-25 এর মধ্যে হলেই চলবে )
Vlc Media Player অথবা Real Player
***নিচে Vlc Player দিয়ে প্রক্রিয়াটি দেখানো হলঃ
আসুন প্রক্রিয়াটি বিস্তারিত দেখে নেইঃ
১. প্রথমে এইখান থেকে Vlc Media player ডাউনলোড করে নিন, অথবা ডাউনলোড করুন
Real Player Superpass Fully Pre-Activated
http://www.mediafire.com/?lw5nq2mfu2o ( যাদের নেই শুধু তাদের জন্য ) ।
২. এখন আপনার ব্রাউজার দিয়ে m.youtube.com এই ঠিকানায় প্রবেশ করুন।
৩. এখন আপনার পছন্দ অনুযায়ি যেকোনো ভিডিও Search দিন ( নিচের চিত্রের মত )।
৪. এখন আপনি যেই ভিডিওটা Play করতে চান তার উপর মাউসের Cursor রাখুন ( নিচের চিত্রের মত )।
৫. এখন উপরের চিত্রের মার্ক করা যায়গায় মাউস এর রাইট বাটন ক্লিক করে Copy Link Location এ ক্লিক করুন ( নিচের চিত্রের মত )।
৬. এখন আপনার Vlc Media Player ওপেন করুন ।
৭. এখন আপনার Vlc Media Player এর উপর মাউস এর কার্সর রেখে Keyboard থেকে Ctrl+V চাপুন। তাহলে নিচের চিত্রের মত একটি Dialog Box আসবে ।
৮. এখন Dialog Box এ Enter URL here.... এইখানে মাউসের কার্সর রেখে আবার Ctrl+V চেপে Play বাটনে ক্লিক করুন । তাহলে দেখবেন নিচের চিত্রের মত ভিডিও চলতেছে কোন সমস্যা ছারাই।
**** উপরের ৭ এবং ৮ নম্বর কাজটি আপনি Manually ও করতে পারেন। এজন্য Vlc
player open করে প্লেয়ার এর মেনুবার থেকে প্রথমে Media তারপর Advance Open
File তারপর Network এ ক্লিক করে আপনার কপি করা ইউটিউব এর ভিডিও Url টি Past
করে Play বাটনে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”