banner

SLIDE BAR

Image Slider By nurmonyitworld.net.ms NUR-MONY IT WORLD ENG.KAMRUL HASAN IFAZ. ''প্রযুক্তিকে ভালবাসুন।প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”

হেডলাইন

WELCOME TO OUR BLOG SITE.IF U LIKE OUR BLOG PLEASE SHEAR UR FRIENDS.Email us to inform about our wrong information. to inform about product price and specification, to inform about new product in the market, to inform that what you want to know?THANKS VISIT OUR BLOGSITE

৮ জানুয়ারী, ২০১৩

Windows এ “NTLDR file is missing” সমস্যা হলে কি করবেন ?

Windows xp তে আমার কমবেশী সবাই এই ত্রুটিটি সর্ম্পকে জানিএটিসর্বাপেক্ষা সাধারণ ত্রুটির একটি। এটির সাধারণ সমাধান না করে আমরা অনেকেই সিস্টেম ফরম্যাট করে নতুন করে Windows xp setup করি কারণ, হয়তো জানি না কিভাবে এটি সমাধান করা যায়আসুন আগে জানারচেস্টা করি কেন এটি হয়
এই সমস্যাটি ঘটতে পারে যদি MFT root folder টি severely fragmented হয়অথবা যদি MFT মূল ফোল্ডার অনেক ফাইল ধারণ করে, MFT fragmented হতে পারে যদিসেখান একটি অতিরিক্ত বরাদ্দ করা সূচিপত্র (additional allocation index) তৈরি করা হয়কারণ ফাইল বরাদ্দ করা সূচিপত্রে বর্ণানুক্রমিক ম্যাপ করা হয়, NTLDR ফাইলটি হয়তো দ্বিতীয় allocation index. এ ধাক্কা দেয়যখন এইটিঘটায়, আপনি ত্রুটি বার্তা গ্রহন করেন যে, NTLDR is missing . এই অবস্থাটিঘটেতে পারে যদি একটি program নিয়মিতভাবে তৈরি করে এবং removes temporary files in the root folder, অথবা যদি অনেক ফাইল ভূলের কারনে মূল ফোল্ডারে (root folder ) কপি করা হয়
আসুন জেনে নেই এই ত্রুটিটি যে বড় নয়এবং Windows পার্টিশনের মূলডিরেক্টরীতে উইন্ডোজ XP সিডি-রম থেকে NTLDR ফাইল কপি করে কিভাবে সমাধান করাযায়
পদক্ষেপ সমূহ :
আপনার কম্পিউটার সিডি-রম ড্রাইভে Windows XP ইনস্টলেশন সিডিঢোকান এবং Computer Restart করুন
আপনার কম্পিউটারকে CD থেকে Boot করতে Del, F2, F10, F8, যা চাপতেহয় চেপে CD থেকে Boot করতে হবে
এবার লোডকৃত, Windows XP setup মেনুথেকে আপনাকে Windows Repair “R” select করতে হবে
এবার স্কীনে আসবে
1:c:\windows
Which windows installation would you like to log into
( to cancel………………press enter )
এখন আপনাকে 1 চাপতে হবে
এবার আপনার কাম্পউটারে যদি পূর্বে পাশওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই এডমিন পাশওয়ার্ড দিয়ে Enter চাপতে হবে
এবার স্কীনে আসবে
C:\ Windows>-
এবার CD Rom drive এ প্রবেশ করতে (ধরি আপনার CD Rom drive টি আছে E : তে )
C:\ Windows>e: লিখে Enter চাপতে হবে
 এবার স্কীনে আসবে
E:\
E:\ dir লিখে Enter চাপতে হবে (Confirm হওয়ার জন্য যে আপনার CD Rom drive টিতে Windows XP আছে)
এবার
E:\ copy e:\i386\ntldr c:\ লিখে Enter চাপতে হবে
নীচে  1 file(s) Copied লেখাটি আসবে
এবার
E:\ exit লিখে Enter চাপতে হবেব্যাস আপনার কাজ শেষ
এবার Computer Restart হবে এবং আপনার Boot Option পবির্বতন করে HDD করে দিনদেখুন এখন Computer ঠিক মতো চলছে

লেখাটি আমার মতো কম জানা ইউজারদের জন্য সহজ ভাবে লেখা হয়েছে ভুল হলে বলবেন ঠিক করে নিবো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”

join fb

Join Me On Facebook
^ Back to Top