পিসি হেল্পলাইনে অনেকে প্রশ্ন করেন কিভাবে একটি PDF ফাইলকে JPG কিংবা অন্য ফরম্যাটে রুপান্তর করার কৌশল কি? এই প্রশ্নের উত্তর খুজতেই আজকের এই পোস্ট।। হা বন্ধুরা আপনারা যারা পিডিএফ ফাইল কে ছবিতে রুপান্তর করার জন্য ইচ্ছে পোষণ করছেন তখন আপনাদের জন্য নিয়ে এলাম মাত্র ২.২০ মেগাবাইটের একটি ছোট সফট যার নাম PDF To JPG মাত্র তিনটি ক্লিকেই আপনি পেয়ে যাবেন পিডিএফ ফাইল থেকে ছবি। তাহলে দেরী না করে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন PDF To JPG উইন রার দিয়ে এক্সট্রাক্ট করলেই পেয়ে যাবেন কাংখিত সেট আপ ফাইল ও সিরিয়াল কি যা দিয়ে আপনি এই সফট কে করে নিতে পারেন ফুল ভার্সন। কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক আপনি কিভাবে এটা দিয়ে কাজ করবেন----------------------
ইন্সটল করার পর ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন
এখানে আপনি PDF ফাইলকে পাঁচটি আকারে পরিবর্তন করতে পারেন যেমন- JPG, TIF, BMP, PNG, ও GIF ধরে নিলাম আপনি PDF TO JPG করতে চাইছেন। তাহলে ক্লিক দিন PDF To JPG তে তাহলে নিচের চিত্রের মত আসবে--------------------
এবারে ধাপে ধাপে টিপসটি অনুসরন করুন।
- এখানে আপনি যে PDF ফাইলকে কনভার্ট করতে চান, তা সিলেক্ট করুন।
- আউট পুট ফরম্যাট JPEG সিলেক্ট করা থাক।
- পরিবর্তিত ফাইল টি কোথায় রাখবেন তা নির্নয় করুন।
- Start Converting Now এ ক্লিক দিলেই পিডিএফ ফাইল থেকে ছবিতে রুপান্তর হয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”