আধুনিক মানুষের প্রত্যহিক জীবনের এক নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য উপাদান হল কম্পিউটার ।বিশ্বাসযোগ্য একারনেই এতে স্টোর করা যেতে পারে জীবনের সমস্ত তথ্য,যা এটি মালিকের ইচ্ছা ছাড়া কাউকেই পড়তে বা দেথতে দেবে না ।আমাদের জীবনের অনেক তথ্যই আমরা মানব চক্ষুর আড়ালে রাখতে চাই ।এই গোপনিয়তাকে আরও শক্ত করতে আমরা নথিগুলিকে Password দিয়ে তালাবন্ধ করে রাখি।কিন্তু এত Password মনে রাখা সম্ভবপর হয় না,আবারসেগুলো যেখানে-সেখানে লিথেও রাথা যায় না পাছে কেউ তা দেখে ফেলে ।তাই আপনাদের পরিচয় করাচ্ছি এমন একটি সফটওয়ারের যা আপনার মুখমন্ডলকেই Password হিসেবে ব্যবহার করবে । | |
Veriface 3.6-এর আয়তন মাত্র 139.39 mb । ডাউনলোড লিংক Lenovo Link (111.39 mb) আপনাদের সুবিদার্থে ডাউনলোডের বিভক্ত লিংক দিলাম Rapidshare Link part1 (42 MB) Rapidshare Link part2 (42 MB) Rapidshare Link part3 (42 MB) Rapidshare Link part4(14 MB) |
সফটওয়ারটি হল Veriface 3.6 যদিও
এটি Lenovo পাবলিশ করছে এবং Lenovo ব্রান্ডডের P.C-তে Preloaded থাকে আপনি
চাইলে আনায়াসেই লোড করতে পারেন নিজের P.C-তে। এটি দিয়ে login protect আর
Encrypt করা যায় যে কোন ফাইলকে।ব্যবহার করে দেখুন এর প্রেমে পরে যাবেন । একনজরে Veriface 3.6-এর বৈশিষ্টগুলি:- ১.এটি আপনার P.C-কে করে তোলে সম্পূর্ন নিরাপদ । ২.আপনার মুখমন্ডলকেই Password হিসেবে ব্যবহার করে,কষ্ট করে Password টাইপ করতে বা মনে রাথার প্রয়োজন নেই,আপনাকে শুধু Webcam-এর দিকে এক পলক দেখতে হবে । ৩.এটি সাম্প্রতিক Biometrics Technology-তে তৈরি । ৪.যে কোন ফাইলকেই Encrypt করুন Veriface 3.6-তে নিমিষের মধ্যেই । ৫.প্রয়োজন মতে আপনার মুখমন্ডলের ছবিটি আপডেট করতে পারবেন । ৬.মালিকের অনুপস্হিতিতে P.C login-এর সময় এটি অন্য ব্যক্তির বার্তা ভিডিও হিসেবে সংরক্ষণ করে রাথে তাও P.C অফ অবস্হাতে । ৭.সর্বপরি এটি ব্যবহারে খুবই সহজ । |
''প্রযুক্তিকে ভালবাসুন।প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”
৭ জানুয়ারী, ২০১৩
নিজের মুখমন্ডলকেই করে তুলুন P.C-এর Password
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”