টেক্সক্ট এরিয়া ব্লগ এর মত এটা ইউজার থেকে তথ্য তুলে আনতে ব্যবহৃত হয়।
Paragraphs, essays, or memos সমূহ কাট পেষ্ট করে টেক্সক্ট এরিয়া তে বসানো
যায় এবং সাবমিট করা যায়।টেক্সক্ট এরিয়া এর opening এবং closing ট্যাগ
রয়েছে। টেক্সক্ট এরিয়া ট্যাগ এর ভিতর কোন কিছু লিখলে তা ওয়েব পেজ এর
টেক্সক্ট এরিয়া তে প্রদর্শিত হয়।
প্রদর্শন
প্রদর্শন:
১.soft
২.hard
৩.off
wrap attribute এর Soft মানটি wordকে text areaর ভিতরে মুড়িয়ে ফেলে but form সাবমিট করা হয় তখন মুড়ানো wordটি দেখা যায় না (Line breaks অপশন যোগ হয় না )
wrap attribute এর Hard মানটি wordকে text areaর ভিতরে মুড়িয়ে ফেলে এবং লাইন এর শেষে Line breaks অপশন যোগ হয় । তারপর form সাবমিট করলে দেখা যায় যেভাবে text box এ লেখা ছিল ঠিক সেভাবে দেখাচ্ছে।
wrap attribute এর Off মানটি wordকে text areaর ভিতরে মুড়িয়ে ফেলে না এবং একটি লাইনে অনবরত চলতে থাকে।
প্রদর্শন:Text Area Wrapping:
প্রদর্শন: No Wrapping
প্রদর্শন:
প্রদর্শন:
প্রদর্শন
HTML - Text area Cols and Rows:
Adjust the of the text area র size এর appearance কে ঠিক করতে হলে দুটো attributes প্রয়োজন তা হলো cols androws। প্রতেক attribute এর জন্য সংখ্যাগত মান দিতে হরে। যত বড় মান হবে তত বড় text area হবে।প্রদর্শন:
HTML - Textarea Wrap:
wrap attribute টি টেক্সের কার্যকলাপ নির্ধারন করে যখন textarea র text field এ লেখা লিখতে লিখতে সারির শেষে চলে আসে। Wrap এর তিন ধরনের সেটিং আছে।যেমন:১.soft
২.hard
৩.off
wrap attribute এর Soft মানটি wordকে text areaর ভিতরে মুড়িয়ে ফেলে but form সাবমিট করা হয় তখন মুড়ানো wordটি দেখা যায় না (Line breaks অপশন যোগ হয় না )
wrap attribute এর Hard মানটি wordকে text areaর ভিতরে মুড়িয়ে ফেলে এবং লাইন এর শেষে Line breaks অপশন যোগ হয় । তারপর form সাবমিট করলে দেখা যায় যেভাবে text box এ লেখা ছিল ঠিক সেভাবে দেখাচ্ছে।
wrap attribute এর Off মানটি wordকে text areaর ভিতরে মুড়িয়ে ফেলে না এবং একটি লাইনে অনবরত চলতে থাকে।
প্রদর্শন:Text Area Wrapping:
প্রদর্শন: No Wrapping
HTML - Textarea Readonly:
readonly attribute এর value দুটি yes বা no। readonly attribute এর মান yes থাকলে আপনারা শুধু textarea এর টেক্সকে কপি করতে পারবেন কিন্তু পরিবর্তন করতে পারবেন না।প্রদর্শন:
HTML – Disabled
disabled attribute প্রয়োগের ফলে textarea র লেখা highlight হয় না, ধুসর রং ধারন করে এবং এর লেখাকে পরিবর্তন করতে পারি না।প্রদর্শন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”