ফ্রেম এর মাধ্যমে একই সময় একই ব্রাউজার উইন্ডো তে অনেক গুলো এইচটিএমএল ডকুমেন্ট প্রদর্শন করা যায়।
প্রদর্শন:
এখানে ক্লিক করুন
frameset – এটা একটা parent tag যা ফ্রেম page এর characteristics নির্দেশ করে।পৃথক পৃথক ফ্রেম frameset এর মধ্যে নির্দেশিত থাকে।
frameset cols="#%, *"- Cols(column) যা ফ্রেম এর width নির্দেশ করে। উপরের উদাহরনে আমরা মেনু (1st column) নির্বাচন করেছি যা total page এর ৩০% এবং "*", এর অর্থ total page এর ৭০% content(2nd column) নির্দেশিত হয়।
frame src="/" ওয়েব পেজ এর লোকেশন ফ্রেমে লোড হয়।
frameset rows="#%, *"-এর অর্থ frameset cols="#%, *"- মতই।
প্রদর্শন:
এখানে ক্লিক করুন
scrolling="(yes/no)"- ফ্রেম এর ভিতরে scroll হবে বা হবে না।
অনুগ্রহ করে কোডগুলি নিজে লিখে প্রাকটিস করে দেখুন।
এইচটিএমএল-a generic frame page:
ফ্রেমের বেশি ব্যবহার হল একটি ফ্রেম এ মেনু আর একটি ফ্রেম এ তার কনটেন্ট ।যখন কেউ মেনু লিংকে ক্লিক করে তখন সেই ওয়েব পেজটি কনটেন্ট পেজে খোলে।প্রদর্শন:
এখানে ক্লিক করুন
frameset – এটা একটা parent tag যা ফ্রেম page এর characteristics নির্দেশ করে।পৃথক পৃথক ফ্রেম frameset এর মধ্যে নির্দেশিত থাকে।
frameset cols="#%, *"- Cols(column) যা ফ্রেম এর width নির্দেশ করে। উপরের উদাহরনে আমরা মেনু (1st column) নির্বাচন করেছি যা total page এর ৩০% এবং "*", এর অর্থ total page এর ৭০% content(2nd column) নির্দেশিত হয়।
frame src="/" ওয়েব পেজ এর লোকেশন ফ্রেমে লোড হয়।
ব্যনার বা টাইটেল যোগ করা:
frameset rows="#%, *"-এর অর্থ frameset cols="#%, *"- মতই।
FrameBorder and FrameSpacing:
FrameBorder এবং FrameSpacing attribute এর সাহায্যে ফ্রেম এর Spacing এবং দুটি ফ্রেমের মধ্যে ugly gray lines রিমুভ করা যায়।প্রদর্শন:
এখানে ক্লিক করুন
Noresize and Scrolling:
Noresize attribute এর সংশ্লিষ্ট ফ্রেমকে আমরা রিসাইজ করতে পারি না।scrolling="(yes/no)"- ফ্রেম এর ভিতরে scroll হবে বা হবে না।
অনুগ্রহ করে কোডগুলি নিজে লিখে প্রাকটিস করে দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”