banner

SLIDE BAR

Image Slider By nurmonyitworld.net.ms NUR-MONY IT WORLD ENG.KAMRUL HASAN IFAZ. ''প্রযুক্তিকে ভালবাসুন।প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”

হেডলাইন

WELCOME TO OUR BLOG SITE.IF U LIKE OUR BLOG PLEASE SHEAR UR FRIENDS.Email us to inform about our wrong information. to inform about product price and specification, to inform about new product in the market, to inform that what you want to know?THANKS VISIT OUR BLOGSITE

৮ জানুয়ারী, ২০১৩

এইচটিএমএল কালার কোড টিউটোরিয়াল (HTML Color code)

Color set করার তিনটি পদ্ধতি আছে। সাধারন কিছু কালার যেমন কালো, সাদা, লাল, সবুজ, নীল। এইচটিএমএল এ কালার value লেখার সময় সরাসরি এদের নাম লেখা হয়।নিচে ১৬টি মৌলিক কালারের নাম লেখা হল।

১৬টি মৌলিক কালার:


Black
Gray
Silver
White

Yellow
Lime
Aqua
Fuchsia

Red
Green
Blue
Purple

Maroon
Olive
Navy
Teal

এইচটিএমএল-রং পদ্ধতি আরজিবি মান (HTML- Coloring system: rgb value)

আমি আপনাদেরকে নিরাপদ web design এর জন্য HTML rgb ব্যবহারের পরামর্শ দেব না কারন Non-IE browser,  HTML rgb সাপোর্ট করে না। আপনারা যদি CSS শিখতে চান তাহলে আপনাদের উচিত এই বিষয় সম্বন্ধে জানা।
Red, Green এবং Blue এই তিনটি কালারের সমষ্টি হচ্ছে  rgb । প্রত্যেকের মান ০(যখন কোন কালার থাকে না) হতে ২৫৫(যখন ঐ কালারটি সম্পুর্ন থাকে)। rgb ফরমেটটি হল rgb(RED,GREEN,BLUE)।

Red, Green এবং Blue এর মান:


bgcolor="rgb(255,255,255)" White
bgcolor="rgb(255,0,0)" Red
bgcolor="rgb(0,255,0)" Green
bgcolor="rgb(0,0,255)" Blue

এইচটিএমএল-রং পদ্ধতি:হেক্সাডেসিমাল (HTML- Coloring system: Hexadecimal)

প্রথম প্রথম Hexadecimal system বুঝতে একটু কারন এই system একটু জটিল ও কঠিন। practice করার মাধ্যমে বিষয়টি অনেক সহজ হয় যাবে। এই Hexadecimal system সকল ক্ষেত্রে গ্রহনযোগ্য এবং বহুল ব্যবহৃত। Hexadecimal system টি ইন্টারনেটের standard color।
Hexadecimal হল ৬ digit কালারের উপস্থাপন। প্রথম দুটি digit(RR), Red value নির্দেশ করে পরবর্তি দুটি digit(GG), Green value নির্দেশ করে এবং সর্বশেষ দুটি digit(BB), Blue value নির্দেশ করে।

এইচটিএমএল হেক্সাডেসিমাল রং


bgcolor="#RRGGBB"

এইচটিএমএল -রং কোড (HTML- Color code: breaking the code)

নিচে টেবিলে দেখানো হয়েছে কিভাবে বর্ণ Hexadecimal system এর Numbering system কে বর্ধিত করে ১৬ digit এ উন্নীত করে।
Decimal 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
Hexadecimal 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F
তাই বর্ণকে নম্বর হিসাবে ব্যবহার করা হয়। এই বর্ণকে পরে নম্বরে রুপান্তর করা হয়।নিচে একটি উদাহরন দেয়া হলো।

একটি বাস্তব হেক্সাডেসিমাল:

bgcolor="#FFFFFF"
এখানে "F" হচ্ছে সবোর্চ্চ পরিমান এবং এই কালারটি ("#FFFFFF") সাদা কালার নিদের্শ করে। নিচে বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে।

হেক্সাডেসিমাল সূত্র:

(15 * 16) + (15) = 255
উপরের সূত্রটি বাস্তব। প্রথমে F এর মান(১৫) কে ১৬ দ্বারা গুন করে পরবর্তি মানের সাথে যোগ করতে হবে। ২৫৫ মানটি যেকোন প্রাথমিক কালারের মানের ক্ষেত্রে সর্বোচ্চ।নিচে আরও উদাহরন দেয়া হলো।
উদাহরন:

bgcolor="#CC7005"

CC(RR - Red)
(12 * 16) + (12) = 204
70(GG - Green)
(7 * 16) + (0) = 112
05(BB - Blue)
(0 * 16) + (5) = 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”

join fb

Join Me On Facebook
^ Back to Top