পরিবর্তন আসছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের পেজে। টাইমলাইন
আবারও নতুন করে সাজানো হতে পারে জানিয়েছে কর্তৃপক্ষ। এ জন্য টাইমলাইনের
বিভিন্ন অংশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে কোম্পানিটি। ধারণা করা হচ্ছে
ব্যবহারকারীর কভার ফটো, নেভিগেশন পদ্ধতিসহ বেশ কিছু ফিচারে পরিবর্তন আনতে
পারে ফেসবুক।
ফেসবুকের এক মুখপাত্র জানান, টাইমলাইনকে আরও সহজ করতে ব্যবহারকারীদের
ক্ষুদ্র একটি অংশকে দিয়ে নতুন ডিজাইনটি পরীক্ষা করে দেখছে ফেসবুক। নতুন
নকশায় ট্যাবগুলো আরও বড় করা হয়েছে। এ পদ্ধতিতে কাভার ফটোতেও
ব্যবহারকারীর নাম লেখানো সম্ভব, থাকবে ব্যবহারকারীর পরিচয় ও প্রোফাইল ছবি।
প্রোফাইলের সবার ওপরে সাবস্ক্রাইবার সংখ্যা দেখানো হবে।
নতুন টাইমলাইনে ফ্রন্ট অ্যান্ড সেন্টার পদ্ধতির ট্যাবগুলো নেই। এ
ধরনের ট্যাব ব্যবহার করে বিজ্ঞাপন কোম্পানিগুলো সহজেই অ্যাপের মাধ্যমে
ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করতে পারত।
এ নকশার ফলে এখন থেকে কোনো ছবির তথ্য পেতে তাতে আর ক্লিক করতে হবে না।
বরং ছবির ওপরেই তথ্যগুলো দেখা যাবে। নতুন অ্যাড্রেস খুলতে নতুন পেজও খুলতে
হবে না ব্যবহারকারীকে। এতে এরই মধ্যে খোলা প্রোফাইল পেজ থেকেই অন্যান্য
তথ্য দেখতে পারবেন ব্যবহারকারীরা।
টাইমলাইন পরিবর্তন ছাড়াও ফেসবুক বার্তার ক্ষেত্রেও পরিবর্তন আনছে
ফেসবুক। জানা গেছে, অপরিচিত কাউকে বার্তা পাঠাতে হলে এক ডলার করে খরচ করতে
হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”