আমাদের প্রয়োজনে অনেক সময় ওয়েবপেজের পুরো স্ক্রীনশট নেয়ার দরকার পড়ে। কিন্তু সে ওয়েবপেজটি যদি মনিটরে পুরো না দেখা
যায় তবে তা অসম্ভব। আসুন দেঝি কিভাবে সে অসম্ভব কে সম্ভব করা যায়।
প্রথমে মজিলা ফায়ারফক্স খুলুন। তারপর Tools>Add-ons এ ক্লিক করুন। যে নতুন ট্যাবটি ওপেন হবে তার ডান পাশের একেবারে
উপরে দেখবেন একটি সার্চ বক্স রয়েছে তাতে লিখুন pdfit. ২ সেকেন্ড ওয়েট করার পর দেখবেন একটা সার্চ রিজাল্ট শো করছে
pdfit 1.15 তার ডান পাশে Install বাটনে ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে তাতে Accept and Install
এ ক্লিক করুন। দেখবেন ডাউনলোড হচ্চে। কম্পলিট হওয়ার পর ব্রাউজার রিস্টার্ট এর অনুমোদন চাইবে Restart now এ ক্লিক
করুন। ব্রাউজার বন্ধ হয়ে পুনরায় চালু হবে। এবার যে ওয়েবপেইজটির স্ক্রীনশট বা পিডিএফ করতে চান তাতে যেয়ে মাউসের
ডান বোতাম চাপুন eএকেবারে নিচে pdfit! ক্লিক
করলে Save as Image, Save as pdf দুটি অপশন থেকে যা করতে চান তাতে ক্লিক
করে । নিচের ছবির মতো করুনঃ (ফিচারড ইমেজ)
পুরু পেজ নেওয়ার জন্য Whole page সিলেক্ট করুন। এবার কোথায় সেভ করবেন সেই পথ দেখিয়ে Save এ ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”