নিশ্চয় এ কোরআন আমার কাছে সমুন্নত অটল রয়েছে লওহে মাহফুযে। তোমরা সীমাতিক্রমকারী সম্প্রদায়-এ কারণে কি আমি তোমাদের কাছ থেকে কোরআন প্রত্যাহার করে নেব?
সূরা যুখরুফ ( মক্কায় অবতীর্ণ ), আয়াত ৪-৫আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। নিশ্চয়ই ভাল। আজকে আপনাদের সাথে একটি ইসলামিক ওয়েব সাইটের পরিচয় করিয়ে দিব। আমরা যারা বিদেশে থাকি বা বিভিন্ন কারনে বিশ্ব এজতেমার আখেরী মোনাজাতে শরীক হতে পারি না তারা ঐ সাইট থেকে লাইভ বয়ান শুনতে পারবেন। এছাড়াও ঐ সাইটটিতে আরও যা পাবেন তার একটু সংক্ষিপ্ত বর্ণনা নিচে দিলাম।
১. আরবী থেকে বাংলা অনুবাদ
২. আরবী থেকে ইংরেজি অনুবাদ
৩. ৪০ টি ভাষায় পবিত্র কোরআন
৪. পবিত্র কোরআনের কিছু সফটওয়্যার
৫. তাফসির বিভাগে পাবেন মারেফুল কোরআন ও ইংরেজি তাফসির
৬. হাদীস বিভাগে পাবেন বুখারী শরীফ, হাদীসে কুদ্সী, ইংরেজি হাদীস এবং অডিও
৭. ছোটদের কোরআন শিক্ষা
৮. নামায শিক্ষার দোয়া এবং লাইভ নামায শিক্ষা
৯. সুরা শিক্ষা
১০. বিভিন্ন হামদ ও নাত
১১. এছাড়াও পাবেন নামায এর সময়সূচী, সফটওয়্যার, ফটোগ্যালারি, ভিডিও ডাউনলোড ইত্যাদি।
এছাড়াও পাবেন, যে কারনে আমার এই পোষ্টটি লিখা তা হল
বিস্মিল্লাহ রেডিও
বিশ্ব ইজতিমার ২০১৩, আলহামদুলিল্লাহ পরবর্তী বয়ান শুনুন ১২ জানুয়ারী বাংলাদেশ সময় বাদ ফজর, জোহর, আছর |
এবং রেকর্ড করা বয়ানও শুনতে পারবেন। অবশ্য এটি টিভিতেও শুনতে এবং দেখতে পারবেন।
সাইট এর লিংক: http://www.ourholyquran.org/
সাইটটি আশাকরি সবাই ভিজিট করবেন এবং দোজাহানের অশেষ নেকি হাসিলের চেষ্টা করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেয।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”