“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”
এখন আপনি রেজিঃ ছাড়া কোন সাইট ভিসিট ও এমনকি লগইন করতে পারবেন ।
এরকম ইন্টারনেট এ অনেক সাইট আছে । তবে আমার জানা মতে এই সাইট টা ভাল ।
শুধু সাইটের নাম এবং টাইপ করে ইউজারনেম এবং পাসওয়ার্ড প্রচুর পাবেন.।
কিভাবে করবেন >
ধাপ ১: এই লিঙ্ক এ যান > http://bugmenot.com
ধাপ ২: যে ওয়েবসাইট এর PassworD পেতে চান তার ঠিকানা লিখুন >
উদাহরণস্বরূপ: www.youtube.com
ধাপ ৩: “Get Logins” বোতামটি টিপুন।
৪ ধাপ:এখন কয়েকটি ব্যবহারকারী নাম এবং পাসওয়ার্ড প্রদর্শিত হবে.
ধাপ ৫:এবার নাম এবং পাসওয়ার্ড দিয়া লগইন করতে চেষ্টা করেন ।
সব ইউজার নাম এবং পাসওয়ার্ড হয়তোবা কাজ করবে না । তবে কয়েক বার ট্রাই করলে একটি ঠিকই হয়ে যাবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”