>> প্রথমে আপনার ভলিউম বা স্পিকার আইকনের উপর মাউসের কার্সর নিয়ে গিয়ে রাইট বাটনে ক্লিক করুন ।
>> Playback devices লেখার উপর ক্লিক করুন ।
>> এরপর Speakers এর উপর ডাবল ক্লিক করুন ।
>> এবার Loudness Equalization এর Check বক্স মার্ক করে দিন ।
>> এবার Apply বাটনে ক্লিক করে OK চাপুন, ব্যাস কাজ শেষ।
এখন থেকে দেখুন আপনার ল্যাপটপের সাউন্ড আগের থেকে প্রায় দ্বিগুন বেড়ে গেছে ।
*** যারা VLC Player ব্যবহার করেন তাদের জন্য এই পদ্ধতি ফলদায়ক নয় ।
*** এটি কেবলমাত্র উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”