ফেসবুকের অনেকগুলু সুবিধার মধ্যে ইউজার নেম
সুবিধাটি খুব জনপ্রিয়। এটি চালু হবার পর থেকেই সকল ব্যবহারকারী তাদের
পছন্দসই নাম দিয়ে তার নিজের প্রোফাইল , গ্রুপ অথবা পেজের এড্রেস পরিবর্তন
করে নিয়েছেন। কিন্তু এর সমস্যাও রয়েছে।
যদি আপনি কোন গ্রুপ এর ক্রিয়েটর কে সেটা বের করতে চান তবে তা আপনি ইচ্ছে করলেই বের
করতে পারবেন না। কিন্তু নিম্নের টিপসটি ফলো করলে আশা করি সেটি বের করা সম্ভব।
গ্রুপ এবং পেজের আইডি নাম্বার বের করাঃ
১.
সেই বক্সে পেস্ট করুন।
নিচের ক্যাপচা অপশন থেকে ক্যাপচা পূরন করুন। এড্রেস যেখানে পেস্ট করেছেন তার পাশে ঠিক মার্ক উঠিয়ে দিয়ে Find বাটনে ক্লিক করুন।
ছবিটি দেখুনঃ
২. যেহুতু এই আইডি দিয়ে আমি গ্রুপ ক্রিয়েটর বের করবো, সেহেতু আমি গ্রুপ আইডি বের করলাম।
আপনি একইভাবে পেজ আইডিও বের করতে পারবেন ঠিক একই নিয়মে। Find ক্লিক করলে নিচের মতো আসবেঃ
৩. উপরের ইমেজটির মত নিচের Return to Wallflu.com লিঙ্কে ক্লিক করেন সাইট এর হোম পেজে যান।
৪. নিচে দেখানো ছবিটির লাল অংশ ২নং স্টেপে খুঁজে পাওয়া গ্রুপ আইডিটি দিয়ে Go বাটনে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”