তথ্য খোঁজার নতুন প্রযুক্তিগত সেবা দেখিয়েছে গুগল। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিস্কো গুগল তাদের নতুন সেবা দেখায়। কথা বলে এবং ছবির মাধ্যমে গুগল এবার তথ্য খুঁজে দেবে। আর এ সেবা ব্যবহার করা যাবে মুঠোফোন এবং কম্পিউটার দুটি মাধ্যমেই। তবে নতুন এসব সেবা আপাতত ওয়েবসাইট দেখার তাদের নিজস্ব সফটওয়্যার গুগল ক্রোম বা ক্রোম অপারেটিং সিস্টেমে চলবে। অ্যানড্রয়েড চালিত স্মার্ট ফোনেও এটা কাজ করবে।
কথা বলে কোনো কিছু খোঁজার বিষয়টি নিয়ে গুগল অনেক দিন ধরেই গবেষণা করে আসছে। সংস্থাটির দাবি, এই প্রক্রিয়ায় অনেক কঠিন ইংরেজি শব্দ, যেগুলোর বানান ঠিক মনে নেই; কিংবা খুব বড় কোনো বাক্য, যা লিখতে অনেক সময় প্রয়োজন—সেসব বিষয় খোঁজা যাবে। ইতিমধ্যে অনেকের কম্পিউটারে দেখা দিতে শুরু করেছে গুগলের পাতায় ছোট একটি মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনে ক্লিক করে যেকোনো কিছু বলেই খোঁজা যাবে। তবে এ ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখতে হবে তা হলো, এটি শুধু ইংরেজি ভাষার জন্যই প্রযোজ্য। এ ছাড়া উচ্চারণভঙ্গি এবং পারিপার্শ্বিক অনাকাঙ্ক্ষিত শব্দের জন্য সার্চের ফলাফল ভুলও আসতে পারে।
কথা বলে কোনো কিছু খোঁজার বিষয়টি নিয়ে গুগল অনেক দিন ধরেই গবেষণা করে আসছে। সংস্থাটির দাবি, এই প্রক্রিয়ায় অনেক কঠিন ইংরেজি শব্দ, যেগুলোর বানান ঠিক মনে নেই; কিংবা খুব বড় কোনো বাক্য, যা লিখতে অনেক সময় প্রয়োজন—সেসব বিষয় খোঁজা যাবে। ইতিমধ্যে অনেকের কম্পিউটারে দেখা দিতে শুরু করেছে গুগলের পাতায় ছোট একটি মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনে ক্লিক করে যেকোনো কিছু বলেই খোঁজা যাবে। তবে এ ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখতে হবে তা হলো, এটি শুধু ইংরেজি ভাষার জন্যই প্রযোজ্য। এ ছাড়া উচ্চারণভঙ্গি এবং পারিপার্শ্বিক অনাকাঙ্ক্ষিত শব্দের জন্য সার্চের ফলাফল ভুলও আসতে পারে।
- ছবি দেখিয়ে খোঁজার বিষয়টি আরও মজার। এটা তিনভাবে করা সম্ভব। প্রথম উপায়টি হলো: আগে থেকে কম্পিউটারে থাকা কোনো ছবি টেনে নিয়ে গুগলের সার্চ বোতামের ওপর ছেড়ে দিলেই গুগল বের করবে ছবিটি কোথার; কিংবা এ রকম ছবি আরও আছে কি না। দ্বিতীয়টি হলো: সরাসরি একটি ছবি গুগলে রেখে (আপলোড) তারপর খোঁজা। এ জন্য গুগলের সার্চ বোতামের সঙ্গে থাকা ছবির বোতামে ক্লিক করলেই হবে। তৃতীয় উপায়টি আরও সহজ। যেকোনো ইন্টারনেট ঠিকানা থেকে একটি ছবির ঠিকানা (লিংক) কপি করতে হবে। তারপর সেটি গুগলের ছবি খোঁজার অপশনে পেস্ট করে দিলেই হবে। গুগলের ছবি খোঁজার এই নতুন সুবিধা কয়েক দিনের মধ্যেই ছাড়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”