এবার যেটা সবচাইতে বেশী
গুরুত্বপুর্ন সেটা হল আপনি কোন ড্রাইভে আপনার Window s 8 সেটআপ
দিবেন। আপনি নিচের চিত্রে ন্যায় Custom:Install Windows only (advanced) ক্লিক
করুন। নিচের ন্যায় একটি চিত্র দেখতে পারেবন।
Custom:Install Windows
only (advanced) এ ক্লকি করার সাথে সাথেই নিচের ন্যায়
একটি চিত্র দেখাতে পারবেন।
একটি চিত্র দেখাতে পারবেন।
এখানে আপনি যে ড্রাইভে আপনার Window 8 টি সেটআপ দিতে চান। সে ড্রাইভ টিকে সিলেক্ট করুন তারপর নিচের ন্যায়
একটি চিত্র দেখতে পারবেন।
এখানে আপনি সেই ড্রাইভটিকে
সরাসরি ডিলেট করে দিন। (সব গুলো ড্রাইভ ডিলেট করে দিয়েন
না। শুধু সেই ড্রাইভটি ডিলিট করুন যেটিতে সেটাপ দিবেন) একই ভাবে আপনি
দেখবেন কিছু ছোট ছোট ড্রাইভ আছে যার সাইজ প্রায় ১০০, ১০ মেগাবাইট। সেগুলোও ডিলেক্ট
করে নিন। তারপর দেখবেন সব মিলিয়ে একটি খালি ড্রাইভে পরিণত হয়েছে। এবার সেটিকে
সিলেক্ট করে নিন। তারপর New তে ক্লিক করেন। নিচের চিত্রে
ন্যায়
তারপর আবারও Ok দিন। নিচের মত
এবার আপনি সরাসরি Next বাটনে ক্লিক করে নিন।
এবার আপনি বসে থাকুন কিছুক্ষন
কারণ আপনার Window 8 সেটআপ নিচ্ছে। নিচের মত চিত্র দেখে নিন।
১০০% হওয়া পর্যন্ত অপেক্ষা
করুন। তারপর ১০০% হওয়ার মাঝ পথে আপনার কম্পিউটারটি একবার Restart নিবে। নিচের চিত্রে ন্যায়।
এটি একা একা Restart নিয়ে নিবে তারপর সম্পুর্ন হলে নতুন একটি Window আসবে। নিচের চিত্রের ন্যায়।
Getting devices ready ৫০% থেকে ১০০% হওয়ার পর আবারও নতুন একটি Window
আসবে। নিচের চিত্রের মত
আসবে। নিচের চিত্রের মত
এরবার আপনার পিসি Restart নিবে। তারপর পিসি চালু হওয়ার পর নিচের চিত্রের মত
দেখতে
পারবেন। এখানে আপনি আপনার পিসির নাম দিন।
তারপর Next বাটনে ক্লিক করে নিন। তারপর আরেকটি Window দেখতে
পারবেন। নিচের
চিত্রের
ন্যায়
তারপর আপনি Use express settings এ ক্লিক করুন। ক্লিক করার পরই নিচের
মত
দেখতে পারবেন।
কিছু করার দরকার নেই। শুধু Next বাটনে ক্লিক করে দিন। তারপর আপনি নিচের মত একটি চিত্র দেখতে পারবেন।
কিছুক্ষন অপেক্ষা করার পর
আরেকটি পেজ আসবে।
আবারও কিছুক্ষান অপেক্ষা করেন
তারপর কিছুক্ষনের মধ্যেই আপনার স্বপ্ন সত্যি হয়ে যাবে
আপনার
পিসিতে Windows
8 থাকবে আপানার পছন্দের ন্যায়।নিচের চিত্রটি দেখে নিন ।
- ভাল লাগলে বা সমস্যা হলে মন্তব্য করে জানাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”