উচ্চ রক্তচাপের নিয়মিত চিকিৎসা করানো জরুরি। চিকিৎসা করে তা ১৪০/৯০
মিলিমিটার পারদের নিচে রাখতে হয়। তবে ডায়াবেটিক ও কিডনি রোগীদের জন্য
রক্তচাপ ১৩০/৮০ মিলিমিটারের নিচে রাখতে হবে। রক্তচাপ মাপার সময় বসে দুই
হাতেই মাপতে হবে এবং মাপার আগে মিনিট দশেক বিশ্রাম নেওয়া ভালো। দুই হাতের
রক্তচাপ দুই রকম আসতে পারে। তেমন হলে দুই হাতের গড় করে নিলে সঠিক মাপ পাওয়া
যাবে। সকালে রক্তচাপের ওষুধ খাওয়ার আগে কিংবা ব্যায়াম করা বা চা- কফি
খাওয়ার এক ঘণ্টার মধ্যে মাপা উচিত নয়। সাধারণভাবে সকালে রক্তচাপ বেশি এবং
সন্ধ্যায় কম থাকে।
রাজিয়া সুলতানা মাহমুদ
অধ্যাপক, কার্ডিওলজি ল্যাবএইড হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১০, ২০১২
রাজিয়া সুলতানা মাহমুদ
অধ্যাপক, কার্ডিওলজি ল্যাবএইড হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১০, ২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”